Head Teacher's Message

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত এই এলাকায় শিক্ষার হার অনেক বেড়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে অগণিত মানুষ সরকারি বা বেসরকারি চাকুরী করে জীবনের মান উন্নত করেছে। এলাকার মানুষ সচেতন হয়ে খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্য সম্মত জীবন যাপন করছে। উন্নত পদ্ধতিতে পাঠদানের জন্য তৈরী করা হয়েছে একটি স্থায়ী মাল্টিমিডিয়া ক্লাসরুম। ১৯৬৮ সালের ১ জানুয়ারি সাকাশ্বর গ্রামের শিক্ষাণুরাগী, দানশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাবু যোগেশ চন্দ্র চন্দের নিজস্ব ভূমিতে তাঁর স্বর্গীয় মায়ের নামে “সাকাশ্বর হরকুমারী উচ্চ বিদ্যালয়” নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যালয়টির দাবিকৃত নিজস্ব জমির পরিমাণ ৩.৪৪ একর। এর মধ্যে ২.৩৯ একর খারিজকৃত। আগামী ২ বছরে জেএসসি ও এসএসসি পরীক্ষায় ২৫% জিপিএ ৫ অর্জন সহ ১০০% সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণিকক্ষের সকল প্রকার পাঠদান কর্মসূচি মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে করার জন্য রয়েছে সুদুর প্রসারি পরিকল্পনা।
Copyright © 2025 Design By PEOPLES SOFTECH